Our Endeavour
Our Endeavour
আমাদের প্রচেষ্টা
আমাদের প্রচেষ্টা
‘অরণ্য বিতান’ ও ‘ওয়ান ওয়ে টু টপ’-এর যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় গত ১৫ই জুলাই ২০২৩-এ অরণ্য বিতান প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ উৎসব ২০২৩৷ স্থানীয় গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত যোগদান ও উৎসাহপ্রদানে আমরা অভিভূত৷ অনুষ্ঠানে প্রায় ২৫০টি চারাগাছের কিছু বিতরণ করা হয় এবং কিছু চারাগাছ অরণ্য বিতান প্রাঙ্গণ ও সংলগ্ন রাস্তার দুপাশে রোপণ করা হয়৷ আমাদের চারপাশের পরিবেশ ও প্রকৃতি সবুজ গাছের সমারোহে ভরিয়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার৷